ক্রিকেট

অলরাউন্ডার সাকিবে রংপুরের বড় জয়

অলরাউন্ডার সাকিবে রংপুরের বড় জয়
ব্যাট হাতে বিপিএলের চলমান আসরে প্রথম বাউন্ডারির দেখা পেলেন সাকিব। তিন ছক্কা ও এক চারে সংগ্রহ করেছেন ২০ বলে ৩৪ রান। এরপর বল হাতেও ১৬ রান দিয়ে সাকিব সংগ্রহ করেন ৩ উইকেট। সেই সাথে তার দল রংপুর রাইডার্স জিতেছে ৬০ রানে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুর ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা। ব্যাটিংয়ে নেমে তাসকিন-শরিফুলদের ১৭৬ রানের লক্ষ্য দেয় সাকিব-মাহেদীরা। জবাব দিতে নেমে ১১৫ রানে অলআউট হয় ঢাকা। ১৭৫ রানের বিপরীতে খেলতে নেমে ৪ রানেই ২ উইকেট হারায় ঢাকা।  ৫ বলে ১ রান করে আউট হন ওপেনার সাব্বির হোসেন।  আর ৮ বলে ২ রান করে মাহেদীর দ্বিতীয় শিকার হন পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার নাঈম শেখ। ৯ বলে ২ রান করে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন অ্যালেক্স রোস। এরপর ৩১ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন নাঈম। এরপর একে একে গুলবাদিন নাইব (১৩), মোসাদ্দেক হোসেন সৈকত (১) ও চতুরাঙ্গা ডি সিলভা (৮) দ্রুতই ফিরে যান।  শেষ দিকে ৮ বলে ১৫ রানের মারকুটে ইনিংস খেলেন তাসকিন। শেষ দিকে শরিফুল ইসলাম (০) এবং ইরফান শুক্কুর ২১ রানের আউট হলে ১২ বল হাতে থাকতেই ১১৫ রানে অলআউট হয় দুর্দান্ত ঢাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন অলরাউন্ডার | সাকিবে | রংপুরের | বড় | জয়