টুকিটাকি

টাকা-পয়সা নয়, বরযাত্রীর হাতে হেলমেট তুলে দিলেন মেয়ের বাবা!

টাকা-পয়সা নয়, বরযাত্রীর হাতে হেলমেট তুলে দিলেন মেয়ের বাবা!
মেয়ের বিয়ের অনুষ্ঠানকে ‘পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রচার মঞ্চ’ হিসাবে কাজে লাগিয়ে চমক দিলেন এক বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের কোবরা জেলার মুদাপারে। এ এলাকার বাসিন্দা সেদ যাদব তার মেয়ের বিয়েতে অতিথিদের হাতে তুলে দিয়েছেন হেলমেট। সেদ যাদবের মেয়ে নীলিমা একজন ক্রীড়া শিক্ষক। সারানগর-বিলাইগড় জেলার লঙ্কাহুদা গ্রামের খামান যাদবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। মেয়ে নীলিমার বিয়েতে যে সব অতিথি মোটরবাইকে করে এসেছিলেন, তাদের প্রত্যেকের হাতে একটি করে হেলমেট তুলে দেন সেদ। কেবল কনেপক্ষ নয়, বরযাত্রীদের হাতেও তুলে দেয়া হয়েছে হেলমেট। ফুল নয়, সোনা-রুপো নয়, কেন হঠাৎ হেলমেট উপহার দিতে গেলেন সেদ? সাংবাদিকদের সেদ বলেন, ‘‘আমি মনে করেছি, পথ সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি করার জন্য আমার মেয়ের বিয়ে একটি ভাল উপলক্ষ হতেই পারে। সব অতিথিকে আমি বলেছি আমাদের জীবন ভীষণ মূল্যবান। বেশির ভাগ বাইক দুর্ঘটনা মদ্যপান করে গাড়ি চালানোর জন্যই হয়, তাই সব অতিথিদের কাছে মদ্যপান করে বাইক না চালানোর জন্য অনুরোধ করেছি।’’ সেদের পরিবারের সদস্যেরাও তার এই অভিনব ভাবনাকে সমর্থন করেছেন। সেদ বলেছেন, ‘‘আমার বাড়ির লোকেরাও আমাকে সাহায্য করেছে। ১০ থেকে ১২ জন বাড়ির সদস্যেরা বিয়েতে হেলমেট পরে নাচানাচি করেছে। আমি আমার মতো সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি, তারা করেছে তাদের মতো। বিয়ের দিন আমি মোট ৬০টি হেলমেট দিয়েছি অতিথিদের। তবে কেবল হেলমেট নয়, সঙ্গে ছিল মিষ্টিও।’’

এ সম্পর্কিত আরও পড়ুন টাকাপয়সা | বরযাত্রীর | হাতে | হেলমেট | তুলে | দিলেন | মেয়ের | বাবা