ফুটবল

ফুটবলে আসছে নীল কার্ড

ফুটবলে আসছে নীল কার্ড
ফুটবলে লাল, হলুদের সঙ্গে এবার যুক্ত নীল কার্ড।  ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) আগামী মৌসুম থেকে লাল ও হলুদ কার্ডের পাশাপাশি নীল কার্ড চালু করতে চায়। প্রতিবেদনটিতে বলা হয়, শীর্ষস্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার করা হবে না। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রাজি হলে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো একটু নিচের দিকের টুর্নামেন্টে নীল কার্ড পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। নীল কার্ড ব্যবহার করা হবে হলুদ ও লাল কার্ডে মাঝামাঝি অপরাধের ক্ষেত্রে। বাজে আচরণ কিংবা ফাউলের জন্য ফুটবলারদের নীল কার্ড দেখানো হবে এবং এর শাস্তি হিসেবে সংশ্লিষ্ট ফুটবলারকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানো হবে। এই সাজা পূর্ণ করে মাঠে ফিরে ফের যদি সেই ফুটবলার নীল কার্ড দেখেন, তবে তাঁকে লাল কার্ড দেখানো হবে। কিংবা একটি হলুদ কার্ড ও একটি নীল কার্ডের যোগফলও হবে লাল কার্ড। তবে ফিফা জানিয়েছে, শীর্ষ প্রতিযোগিতার ফুটবলে এখনই নীল কার্ড ব্যবহার করা হবে না।  সামাজিক যোগাযোগমাধ্যম ফিফার পেজে এ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়, ‘শীর্ষস্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ভুল ও অগ্রিম। এমন কোনো পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করতে হলে সেটি নিচের দিকের স্তরে সীমাবদ্ধ থাকা উচিত। গত ১ মার্চ আইএফএবির এজিএমে তুলে ধরা নিজেদের এই অবস্থান আবারও পরিষ্কার করে জানাচ্ছে ফিফা।’    

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবলে | আসছে | নীল | কার্ড