বাংলাদেশ

উখিয়া সীমান্ত থেকে মিয়ানমার নাগরিকের মরদেহ উদ্ধার

উখিয়া সীমান্ত থেকে মিয়ানমার নাগরিকের মরদেহ উদ্ধার
সীমান্তে উপজেলা উখিয়ার একটি খাল থেকে এক মিয়ানমার নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যের মরদেহ হতে পারে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী খালে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের জন্য টিম পাঠানো হয়েছে। এর পরিচয় এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তবে পরনে পোশাক ও হেলমেট থাকায় কোনো বাহিনীর সদস্য হবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, মরদেহের পরনে থাকা পোশাক ও হেলমেট দেখে ধারণা করা হচ্ছে এটি জান্তা বাহিনীর সদস্যের মরদেহ। বেশ কয়েকদিন আগেই তাকে হত্যা করা হতে পারে। মরদেহটি ফুলে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন উখিয়া | সীমান্ত | মিয়ানমার | নাগরিকের | মরদেহ | উদ্ধার