বিএনপি

সব সিন্ডিকেটের হোতা সরকার দলীয় লোক: সেলিমা রহমান

সব সিন্ডিকেটের হোতা সরকার দলীয় লোক: সেলিমা রহমান
বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর এসব সিন্ডিকেটের হোতা সরকার দলীয় লোক। তাই সরকার সব দেখেও না দেখার ভান করছে। বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন। সেলিমা রহমান বলেন, এই অনির্বাচিত সরকার সারাদেশে লুটতরাজ অব্যাহত রেখেছে। যার প্রভাব আজ অর্থনীতিতে পড়েছে। বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর এসব সিন্ডিকেটের হোতা সরকার দলীয় লোক। তাই সরকার সব দেখেও না দেখার ভান করছে। তিনি বলেন, এ সরকারের কোনো ভিত্তি নেই। তারা অবৈধভাবে জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে। ক্ষমতায় বসে তারা একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা আইন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, নিজেদের খেয়ালখুশি মতো বিচারব্যবস্থা পরিচালনা করছে। সেলিমা রহমা বলেন, তারা আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেক নেতা-কর্মীকে আটক রেখেছে। তাদেরকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। লোক দেখানোর জন্য সরকার কিছু মামলা থেকে জামিন দিলেও একটি করে মামলার মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এটি অমানবিক। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, উন্নয়নের নামে এ সরকার যা করছে তা সবই প্রহসন। একতরফা লোক দেখানো উন্নয়নের নামে ব্যাংক খালি করে ফেলেছে। গেলো সপ্তাহে জানলাম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১৪ বিলিয়নে নেমে এসেছে। শেখ হাসিনা বলেছিল মার্চ মাসে একটি দুর্ভিক্ষ হবে। সেই দুর্ভিক্ষই আসতে চলেছে। এতকিছুর পরেও সরকারের টনক নড়ে না। তিনি বলেন, আমাদের মহাসচিব এবং অন্য নেতৃবৃন্দকে আটক রাখার মাধ্যমে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে। এ দেশের জনগণ তাকে কখনোই মাফ করবে না। সভায় আরও উপস্থিত ছিলেন জিয়া প্রজন্ম দল এর চেয়ারম্যান পারভিন কাউসার মুন্নি, মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন সিন্ডিকেটের | হোতা | সরকার | দলীয় | লোক | সেলিমা | রহমান