দুর্ঘটনা

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত
আত্মীয়ের জানাজায় অংশ নেয়া হলো না তাদের। উল্টো তাদের জানাজায় আসতে হচ্ছে অন্যদের। জানাজায় অংশ নিতে ময়মনসিংহ সদরের ঈশ্বরদীয়া এলাকায় যাচ্ছিলেন তারা। শুক্রবার ময়মনসিংহ-শেরপুর সড়কের চরবড়বিলা এলাকায় বাসচাপায় নিহত হন সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের সাত বছরের সন্তান। তারা যাচ্ছিলেন আত্মীয়ের জানাজায়। একই পরিবারের এ তিনজন হলেন- ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ, তার স্ত্রী শিলা আক্তার ও তাদের সাত বছরের ছেলে মো. সাদমান। পুলিশ জানিয়েছে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসচাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী ও সাত বছরের ছেলেসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আত্মীয়ের | জানাজায় | অংশ | নিতে | গিয়ে | বাসচাপায় | স্বামীস্ত্রীসন্তান | নিহত