জাতীয়

‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু অ্যাপ’ এর  উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাপটি তৈরি  করেছে দুর্বার টেকনোলজিস লিমিটেড। শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণভবনে এই অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। অ্যাপটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন: ‘এতে জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি হয়েছে।’ তিনি বলেন,‘একই সাথে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে’। উল্লেখ্য, এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপটি তৈরির মহতী উদ্যোগের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গবন্ধু | অ্যাপ | উদ্বোধন | প্রধানমন্ত্রী