রাজনীতি

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যা বললেন বিএনপি নেতারা

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যা বললেন বিএনপি নেতারা
ঢাকায় তিন দিনের সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিবসহ অন্য নেতারা তেমন কোনও কথা বলেননি। মহাসচিব সালামের উত্তর দিয়ে গাড়িতে উঠে যান। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় আসা দেশটির প্রতিনিধিরা হলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। মিটিং থেকে বেরিয়ে বিএনপির বিদেশ-বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কিছু বলার নেই। ওরা আমাদের ইনভাইট করেছে, আমরা এসেছি। কথা বলেছি, দ্যাটস অল।’ কী কী বিষয়ে আলাপ হয়েছে, উত্তরে আমির খসরু বলেন, ‘কিছু বলার নেই।’ উল্লেখ্য, বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | প্রতিনিধি | দলের | সঙ্গে | বৈঠক | বিএনপি | নেতারা