দেশজুড়ে

কক্সবাজারের সুগন্ধা বিচের নাম পরিবর্তন হচ্ছে না

কক্সবাজারের সুগন্ধা বিচের নাম পরিবর্তন হচ্ছে না
সমালোচনার মুখে সুগন্ধা বিচের নাম পরিবর্তন করে “বঙ্গবন্ধু বিচ” করার প্রস্তাব বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি কক্সবাজার জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামরুন নাহার। অতিরিক্ত সচিব জানান, বঙ্গবন্ধুর নামে কোনো স্থাপনা করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নিতে হয়। কিন্তু সংশ্লিষ্টরা এ অনুমতি না নেয়ায়। এর প্রেক্ষিতে আগের নির্দেশনা বাতিল করলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জানা গেছে,গত ৮ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। সংগঠনের সভাপতি স্বাক্ষরিত ওই চিঠিতে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী বিচের মাঝখানের জায়গাটিকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের দাবি জানানো হয়। চিঠির প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। প্রসঙ্গত,  বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় আগের সিদ্ধান্ত বাতিল করলো সরকার।  

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজারের | সুগন্ধা | বিচের | নাম | পরিবর্তন | হচ্ছে