দেশজুড়ে

স্যালাইন খেয়ে শিশু মৃত্যু, আটক ৪

স্যালাইন খেয়ে শিশু মৃত্যু, আটক ৪
সিরাজগঞ্জের বেলকুচিতে নকল স্যালাইন খেয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় স্যালাইন তৈরির কারখানার মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় অসুস্থ আরও ৪ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক অভিযানে তাদেরকে আটক করা হয়।এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ নকল স্যালাইন তৈরির প্যাকেট ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারিতে নকল স্যালাইন খেয়ে মৃত্যু হয় উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে জিমহা খাতুনের। এতে আরও অসুস্থ হন নিহতের মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজী মিথিলা। মৃত শিশুর বাবা কাইয়ুম উদ্দিন জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে বাড়ির পাশের দোকান থেকে স্যালাইন ও ট্যাংয়ের মিশ্রন এনে গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এসময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও ভাতিজী মিথিলা ঐ পানীয় পান করে। ইফতার শেষে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক গণমাধ্যমে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পানিতে মিশানো ঐ তরল উদ্ধার করি। সেই সঙ্গে বাড়ির পাশের যে দোকান থেকে ঐ নকল স্যালাইন কিনেছিলো সেই দোকানদার নুরু ও সাগরকে আটক করি।’ পরে তাদের দেয়া তথ্যমতে, নকল স্যালাইন তৈরির কারখানার মালিক আনিসুর রহমান ও বিক্রয়কর্মী হাফিসকে আটক করা হয়। এ ঘটনায় বেলকুচি থানার এসআই সাইফুল বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন স্যালাইন | খেয়ে | শিশু | মৃত্যু | আটক | ৪