জাতীয়

বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের নির্বাহী আদেশে এ মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রজ্ঞাপনে  বলা হয়, সব বিতরণ কোম্পানির ২৩০ কেভি এবং ১৩২ কেভি লাইনের জন্য পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা এবং ৮ টাকা ৪৭ পয়সা। এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ৬২ পয়সা, আরইবির ক্ষেত্রে ৬ টাকা ২৩ পয়সা, ডিপিডিসির ৮ টাকা ৫৬ পয়সা, ডেসকো ৮ টাকা ৫৮ পয়সা, ওয়েস্টজোনের ক্ষেত্রে ৭ টাকা ৪৬ পয়সা এবং নেসকোর ৭ টাকা ৪ পয়সা। এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকারের ভর্তুকি গত বছর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই সময়মতো ধীরে ধীরে এটি সমন্বয় করতে চায় সরকার। আগামী ৩ বছরে আমরা বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রসঙ্গত, গেলো বছরের  ২৮ ফেব্রুয়ারি সবশেষ বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন বিদ্যুতের | দাম | বাড়িয়ে | প্রজ্ঞাপন | জারি