আন্তর্জাতিক

ইরাকে আদমশুমারির জন্য ২ দিনের কারাফিউ জারি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ইরাক গেল ২৭ বছরের মধ্যে প্রথমবারের মত আগামী নভেম্বর মাসে আদমশুমারি করতে যাচ্ছে।  এই উদ্দেশ্যে দেশটিতে দুদিনের কারফিউ জারি করা হবে। 

রোববার (১ সেপ্টেম্বর) রাতে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক গত ২৭ বছরের মধ্যে দেশের প্রথম আদমশুমারির জন্য আগামী নভেম্বরে দুই দিনের কারফিউ জারি করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন

দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘জনসংখ্যা শুমারি করার জন্য ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।

এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে ইরাকের ১৫টি প্রদেশে সাধারণ আদমশুমারি করা হয়েছিল।  তবে সেসময় এই আদমশুমারির বাইরে ছিল দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশ। কারণ ওই তিনটি প্রদেশ নিয়ে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল গঠিত

এছাড়াও, বিক্ষিপ্ত সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গেলো কয়েক বছরগুলোতে স্থিতিশীলতার কিছুটা আভাস ফিরে পেয়েছে ইরাক।  সেজন্য ২৭ বছর পর এবারই প্রথম আদমশুমারির উদ্যোগ নিলো দেশটি।  বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ৩০ লাখ বলে মনে করা হয়

ইরাক প্রতি ১০ বছর পর পর আদমশুমারি করত। কিন্তু সাম্প্রদায়িক সহিংসতায় কারণে ১৯৯৭ সালের পর ২০০৭ সালে নতুন করে আদামশুমারি  করা সম্ভব্য হয়নি দেশটিতে

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আদমশুমারি | কারফিউ