জাতীয়

‘ড. ইউনূসের বিষয়টি নজরে, বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিন’

‘ড. ইউনূসের বিষয়টি নজরে, বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিন’
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ঘনিষ্ঠ একজন বন্ধু। তার ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে জাতিসংঘ। আর শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে গিয়ে আটক হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি। স্থানীয় সময় ২৯ ফেব্রুয়ারি জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এমনটাই জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ওই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী অধ্যাপক ড. ইউনূসের বিরুদ্ধে মামলা ও বিএনপির আটক নেতাকর্মীদের নিয়ে প্রশ্ন করেন। তার প্রথম প্রশ্নটি ছিলো, ‘৭ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের ২৫ হাজারের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন ১৩ জন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অল্প কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। তাই আপনি কি অন্য বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাবেন?’ জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে গিয়ে যাঁরা আটক হয়ে থাকতে পারেন, তাঁদের সবাইকে মুক্তি দেওয়ার আহ্বান আমরা জানিয়ে যাব।’ প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি ওই সাংবাদিক ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপারেও জাতিসংঘের ভূমিকা জানতে চান। তার প্রশ্নটি ছিল, ‘নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে?’ জবাবে স্টিফেন ডুজারিক বলেন,  ‘আমি বলতে চাইছি, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা ওই ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। অধ্যাপক ইউনূস তাঁর পুরো কর্মজীবনে জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করছেন। আমি মনে করি, আজ আমরা যে উন্নয়নকাজ করছি, সেখানে তাঁর কাজ বিশেষ ভূমিকা রাখছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন ড | ইউনূসের | বিষয়টি | নজরে | বিএনপি | নেতাকর্মীদের | মুক্তি | দিন