দুর্ঘটনা

নতুন চাকরিতে যোগ দেয়া হলো না সাংবাদিক অভিশ্রুতির

নতুন চাকরিতে যোগ দেয়া হলো না সাংবাদিক অভিশ্রুতির
বেইলি রোডের আগুনে নতুন চাকরিতে যোগ দেয়া হলো না সাংবাদিক অভিশ্রুতির। আজ ১ মার্চ ‘বার্তা ২৪’ এ যোগদান করার কথা ছিল। এর আগে তিনি ‘দ্য রিপোর্ট’ এ কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত হয়েছেন, একই প্রতিষ্ঠানের সাবেক সাংবাদিক তুষার হালদার। শুক্রবার (১ মার্চ) দ্য রিপোর্ট.লাইভের চিফ রিপোর্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম রব্বানী বলেন, গত জানুয়ারিতে চাকরি ছেড়েছিলেন অভিশ্রুতি। তিনি নির্বাচন বিটের প্রতিবদেক হিসেবে কর্মরত ছিলেন। নিহত  তুষার হালদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাস করেছেন। তিনি সর্বশেষ, স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগে অধ্যয়নরত ছিলেন। তিনি ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাশ করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | চাকরিতে | যোগ | দেয়া | হলো | সাংবাদিক | অভিশ্রুতির