দেশজুড়ে

পুড়ে যাওয়া গ্রিন কোজি ভবনের ম্যানেজার আটক

পুড়ে যাওয়া গ্রিন কোজি ভবনের ম্যানেজার আটক
ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার বিপুলকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) অভিযান চালিয়ে রমনা থানা পুলিশ তাকে আটক করে। আটক বিপুলকে বিভিন্ন ত্রুটির বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি বলেন। তিনি বলেন, তাকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেলো শুক্রবার (১ মার্চ) ভবনটির নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকরা হলেন-চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান। গেলো ২৯ ফেব্রুয়ারি রাতে গ্রিন কোজি ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে এখনো অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এনএস

এ সম্পর্কিত আরও পড়ুন পুড়ে | যাওয়া | গ্রিন | কোজি | ভবনের | ম্যানেজার | আটক