ফুটবল

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব
কাতার বিশ্বকাপে উচ্ছ্বাস-উন্মাদনা কারণে আর্জেন্টিনার ক্লাব সোল দ্য মায়ো প্রস্তাব পাঠায় জামাল ভূঁইয়াকে।  প্রস্তাব পেয়ে বাংলাদেশের কাপ্তানও উড়াল দেন বিশ্বচ্যাম্পিয়নদের দেশের ক্লাবে। ১৫ মাসের চুক্তি হলেও ছয় মাস যেতে না যেতেই আর্জেন্টাইন ক্লাবে আর খেলতে চাননা জামাল।  ক্লাবটির কাছ থেকে চুক্তি অনুযায়ী অর্থ পাননি তিনি।  চিঠি দিয়ে নালিশও জানিয়েছেন ফিফার কাছে। তবে ক্লাব ছাড়ার জন্য ভিন্ন কারণও আছে বলে দাবি করেছেন বাংলাদেশের ফুটবলের এই পোস্টারবয়।  বাংলাদেশের জাতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সোল দ্য মায়ো ছাড়ার বড় কারণ হলো বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব অনেক।  ট্রাভেল করতে অনেক সময় লাগে। সেখানে যাওয়ার পর ভ্রমণের সমস্যায় বেশি পড়েছেন। এশিয়ার কাছাকাছি থাকতে সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার ক্লাব ছাড়ার। জামাল আরও জানিয়েছেন আর্জেন্টাইন ক্লাবে যাওয়াটা তার জন্য কোন ভুল ছিলো না।  সেখানে যাওয়াটা ছিলো অনেক বড় অর্জন।  অন্যরকম অভিজ্ঞতা; যা বাংলাদেশের আর কেউই পায়নি। জামাল এখন চেষ্টা করছেন বাংলাদেশি ক্লাব আবহনীতে খেলার জন্য।  তবে চুক্তি এখনও করেননি।  আবাহনীতে খেলতে হলে জামালকে আর্জেন্টিনা ক্লাব থেকে ছাড়পত্র আনতে হবে।  সবকিছু ঠিক হলেই নতুন করে চুক্তি করতে পারবেন আবাহনীর সঙ্গে।

এ সম্পর্কিত আরও পড়ুন জামালকে | ঠিকঠাক | বেতন | দেয়নি | আর্জেন্টাইন | ক্লাব