খেলা শুরুর আগে ট্রফিতে হাত বুলিয়ে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে পর্তুগিজ তারকা গোল করে এগিয়েও নেন আল নাসরকে। ম্যাচের ৪৪ মিনিটে আবদুলরহমান ঘারিবের কাছ থেকে পাওয়া বল জালে পাঠান সিআরসেভেন।
তখন মনে হচ্ছিলো ছুঁয়ে দেখা ট্রফিটা রোনালদোর হাতেই উঠবে। কিন্তু বিরতির পর ১৭ মিনিটের মধ্যে চারটি গোল দিয়ে বসে আল হিলাল। ৫৫ মিনিটে সের্গেই মিলিনকোভিচ-সাভিচ সমতায় ফেরান আল হিলালকে।
এরপর ৬৩ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন আলেক্সান্দার মিত্রোভিচ। আল হিলালের হয়ে শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
শেষ পর্যন্ত ৪-১ ব্যধানে রোনালদোদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপ জেতে নেইমারের ক্লাব আল হিলাল।
চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে উদযাপনে মেসিকে অনুকরণ করেন আল হিলাল অধিনায়ক সালেম আল-দাওসারি। বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি ট্রফি নিয়ে যে উদযাপনটি করেছিলেন সেটি করতে দেখা যায় সৌদি ফরোয়ার্ডকে।
চলতি বছর আল হিলালের কাছে বার বার যন্ত্রণা পাচ্ছেন রোনালদো। গত মৌসুমে আল হিলালের কাছে হাত ছাড়া হয় সৌদি প্রো লিগে শিরোপা। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও এশিয়ার সফল ক্লাবটির কাছেই হেরে শিরোপাবঞ্চিত হতে হয় রোনালদোর আল নাসরকে।