আর্কাইভ থেকে বাংলাদেশ

বিপদসীমার ওপরে সুরমা, পানি কমছে সিলেটে

বিপদসীমার ওপরে সুরমা, পানি কমছে সিলেটে

সুরমা নদীর পানি এখনো বিপদসীমার ওপরে। তবে সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টি কম হওয়ায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে।তবে এখনও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি।

সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় কিছু কিছু জায়গায় মানুষ ঘরে ফিরেছে। তবে কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেটের ৫ উপজেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্গত সব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। ত্রাণের অপেক্ষায় বানভাসি মানুষ।

এদিকে, সুনামগঞ্জে এখনো তলিয়ে ১১ উপজেলার সবকটি গ্রাম। ভারি বৃষ্টি না থাকলেও পাহাড়ি ঢল আছে। পানিবন্দি কয়েক লাখ পরিবার; শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট কাটেনি এখনও। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি কাজ করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তবে ত্রাণ সহায়তা এখনও অপ্রতুল বলছে দুর্গতরা।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিপদসীমার | ওপরে | সুরমা | পানি | কমছে | সিলেটে