দেশজুড়ে

বন্যার পানি নেমে গেলেও, দুর্ভোগ কমেনি হবিগঞ্জবাসীর

বায়ান্ন টিভি

ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বেশিরভাগ নদীতে পানি নেমে গেলেও কমেনি দূর্গত মানুষের দুর্ভোগ। এখনও অনেক এলাকার রাস্তা ঘাটসহ বাসা-বাড়ি পানির নিচে নিমজ্জিত। অনেকে উচু স্থানে টিনের চালা বেধেঁ আশ্রয় নিয়েছে। অতি দূর্গত এলাকার মানুষ এখনও রয়েছেন আশ্রয় কেন্দ্রে। 

রোববার (২৫ আগস্ট)  হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,  হবিগঞ্জের ৫ উপজেলায় ৭২ হাজার ৭৬০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত  ১শ ২৫টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে  ৯০১ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এসব আশ্রয়কেন্দ্রে দেখা দিয়েছে প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল ও শুকনো খাবারের অভাব। 

 জেলা প্রশাসক জানান, পানিবন্দি মানুষদের মধ্যে বিতরণের জন্য ১ হাজার ২৩৫ টন চাল মজুদ আছে। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩৪১ টন। মজুদকৃত ২ হাজার ১৯০ প্যাকেট শুকনো খাবারের মধ্যে বিতরণ করা হয়েছে এক হাজার ৬৯০ প্যাকেট। এছাড়া নগদ ২৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকার মধ্যে ৯ লাখ টাকা ইতোমধ্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে। 

প্রসঙ্গত, অন্যান্য জেলার মত হবিগঞ্জেও সরকারের পাশাপাশি কিছু সংস্থা ও বিত্তবান মানুষও এগিয়ে এসেছেন। নিজেদের সাধ্যমত তারা বন্যা কবলিত মানুষদের বাঁচাতে পাশে দাঁড়িয়েছেন। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন হবিগঞ্জ