দুর্ঘটনা

৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ডেমরার আগুন

৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ডেমরার আগুন
রাজধানীর ডেমরায় ক্রীড়া সামগ্রীর গোডাউনে লাগা আগুন নয় ঘণ্টার পরে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন লাগা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। মো. রেজাউল করিম জানান, কোনো ধরনের নীতিমালা না মেনে নির্মাণ করা হয়েছে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় ভয়াবহ আগুন লাগা ভবনটি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস দেখতে পেয়েছে, ভবনটিতে নেই ফায়ার এক্সিট,ভেতরে ঢোকার সিঁড়িও খুবই সংকীর্ণ। পাশের অন্য ভবন থেকে পানি দেওয়ার সুব্যবস্থাও নেই,কারণ ভবনগুলো সব লাগোয়া। শুধু তাই নয় ভবনটির নিচে নেই নিজস্ব কোনো ওয়াটার রিজার্ভ। তিনি বলেন, এখানকার ভবনগুলো পাশাপাশি, ঘন ঘন ও লাগোয়াভাবে নির্মাণ করা হয়েছে। যেটি এখন জ্বলছে তার ঠিক পূর্ব পাশের ভবনটিও লাগোয়া। একই দেয়াল, এক ইঞ্চিও ফাঁকা নাই। যে কারণে তাঁরা ভবনটির পূর্ব পাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে পানি দেয়াসহ কোনো কাজই করতে পারছেন না। ফায়ার সার্ভিস জানায়, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় চারতলা ভবনটির তিনতলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। পরে চার তলাসহ অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর খবর পেয়ে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ  শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের  সাথে যোগ দেয় নৌবাহিনী। ফায়ার সার্ভিস আরও জানায়, কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তাদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঝুকিপূর্ণ ভবনটি যে কোন সময় ভেঙে পড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস

এ সম্পর্কিত আরও পড়ুন ৯ | ঘণ্টা | নিয়ন্ত্রণে | ডেমরার | আগুন