জাতীয়

এমভি আব্দুল্লাহর কাছে ইইউর যুদ্ধ জাহাজ মোতায়েন

এমভি আব্দুল্লাহর কাছে ইইউর যুদ্ধ জাহাজ মোতায়েন
সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর কাছে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী (ইইউন্যাভফোর)। এর আগে ঘটনার শুরু থেকেই এমভি আব্দুল্লাহকে অনুসরন করছিল তাঁরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সামাজিক যোগামাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে ইইউন্যাভফোর। ইইউন্যাভফোর জানায়, গত নভেম্বর ধরেই পশ্চিম ভারতীয় মহাসাগরে একাধিক জলদস্যুতার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি জাহাজকে জলদস্যুরা তাদের দখলে নিয়েছে। যার মধ্যে এমভি আব্দুল্লাহ এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা আরও জানায়, অপারেশেন আটলান্টার আওতায় ওই এলাকায় তাদের যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, যুদ্ধজাহাজটি বাংলাদেশের জিম্মি জাহাজের কয়েক নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। যুদ্ধজাহাজ থেকে একটি হেলিকপ্টার জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর দিয়ে উড়ে যেতেও দেখা যায়। এদিকে যুদ্ধ জাহাজ মোতায়েনের বিষয়ে নৌ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানান, বাংলাদেশের অনুমতি ছাড়া সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি থাকা জাহাজে কারও অভিযান চালানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, জলদস্যুদের কবলে থাকা ওই জাহাজের নাবিক ও ক্রুদের উদ্ধারে আলোচনা চলমান। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও বেশকিছুদিন সময় লাগবে লাগবে। এদিকে জাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি এলাকায় ইইউ নেভির যুদ্ধজাহাজের উপস্থিতি জিম্মিদের মুক্তির আলোচনায় প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ বাংলাদেশি নাবিকসহ এমভি আব্দুল্লাহকে ছিনতাই করে জলদস্যুরা। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন এমভি | আব্দুল্লাহর | কাছে | ইইউর | যুদ্ধ | জাহাজ | মোতায়েন