জাতীয়

হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি : ঢামেক পরিচালক

সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বর্তমানে ভালো আছেন। তাকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ঢামেক পরিচালক জানান, গেলো রাতে সচিবালয়ে আনসার-ছাত্র সংঘর্ষের ঘটনায় ঢামেকে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেয়া হয়েছে।

তিনি জানান,হাসনাত আবদুল্লাহ মাথায় সামান্য আঘাত পেয়েছিলেন তবে তিনি এখন শংকামুক্ত বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 আই/এ