দেশজুড়ে

৩০ হাজার ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৪

৩০ হাজার ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৪
কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে সাড়ে ৩০ হাজার ৫০০ ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে র‌্যাব। আটককৃতদের মধ্যে তিনজন রোহিঙ্গা। আটককৃতরা মাদক কারবারীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। গেলো শুক্রবার (২২ মার্চ) মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল ও হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান। আটকরা হলেন- উপজেলার পূর্ব গোদারবিল এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৬), কুতুপালংয়ের ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রয়াত ফজল আহমদের ছেলে মো. শাকের (৩০), একই ক্যাম্পের প্রয়াত জাফর আলমের ছেলে মো. সৈয়দ নুর (২৭) এবং মো. আলি হোসেনের ছেলে মো. ইউনুছ (৩০)। অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম বলেন, গোপন খবর পেয়ে মধ্যরাতে পূর্ব গোদারবিল এলাকার ছিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়। একই সময় আমতলী তেচ্ছিব্রিজ বাজারের মেসার্স জয়নাল অটো ওয়ার্কশপের সামনে থেকে সাড়ে ১০ হাজার ৫০০ ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানান তিনি। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ৩০ | হাজার | ইয়াবা | জব্দ | রোহিঙ্গাসহ | আটক | ৪