Connect with us

বাংলাদেশ

বলিউড অভিনেতাদের কার উচ্চতা কত

Published

on

বলিউড সিনেমা জগতে কাজ করার জন্য শুধু অভিনয় দক্ষতা নয়, অভিনেতা মানে চোখের সামনে বলিষ্ঠ দেহ ও সুউচ্চতাসম্পন্ন কোনও ব্যক্তির কথা মাথায় আসে। বিগ-বি, জুনিয়র বচ্চন, সোনু সুদ, ববি দেওল, হৃতিক রোশন-সহ হাতেগোনা কয়েক জন অভিনেতার উচ্চতা ছয় ফুটের বেশি।

ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা রয়েছেন, যাদের উচ্চতা অনেকটাই কম। তবুও ‌তাঁরা শুধু মাত্র দক্ষ অভিনয়ের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। এই তালিকায় রয়েছেন আমির খান থেকে সালমান খান, রণবীর সিংহ থেকে শহিদ কাপূর এবং আরও অনেকেই।

বলিউডের ‘কিং খান’-এর উচ্চতাও অনেকটা কম। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। বড় পর্দার আগমনের মাধ্যমে নয়, দর্শকদের মন শাহরুখ জয় করতে শুরু করেছিলেন অনেক আগে থেকেই। ছোট পর্দায় ‘ফৌজি’, ‘সার্কাস’ প্রভৃতি হিন্দি ধারাবাহিকে তাকে প্রথম দেখা যায়। ১৯৯২ সালে ঋষি কাপূর ও দিব্যা ভারতীর সঙ্গে তিনি বড় পর্দায় প্রথম অভিনয় করেন। তবে, তাঁর উচ্চতা ছয় ফুটের চেয়ে অনেকটা কম। বলিউডের ‘বাদশাহ’-র উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

ভারতীয় চলচ্চিত্র জগতের ‘পারফেকশনিস্ট’ হিসাবে সুনাম রয়েছে আমির খানের। তিন দশক ধরে তিনি বলিউডের একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন। ইন্ডাস্ট্রির ‘পারফেকশনিস্ট’ হলেও উচ্চতার দিক থেকে তিনি ছয় ফুটের গণ্ডি পেরোতে পারেননি। তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। বলিউডের সবচেয়ে কম উচ্চতাসম্পন্ন অভিনেতাদের তালিকায় আমির তৃতীয় স্থানে রয়েছেন।

অভিনেতা নয়, কেরিয়ারের প্রথম জীবনে ‘দিল তো পাগল হ্যায়’, ‘তাল’-এর মতো হিট ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সারের ভূমিকা পালন করেছিলেন শহিদ কাপূর। ২০০৩ সালে ‘ইশক ভিশ্‌ক’ সিনেমা থেকে তার যাত্রা শুরু। বলিউডের ‘কবীর সিং’-এর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি।

Advertisement

শুধু সিনেমায় অভিনয় নয়, তার ছবিতে গান গেয়েও বড় মাপের গায়কদের টেক্কা দিচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি যে ছবিগুলিতে অভিনয় করেন, সেগুলি দর্শকদের মনে কোথাও গিয়ে প্রশ্ন তোলে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান অভিনীত ‘অনেক’ ছবিটি। উত্তর-পূর্ব ভারতে সৃষ্ট জটিল পরিস্থিতির উপর এই ছবিটি বানানো হয়েছে। অভিনয় ও গায়ক হিসেবে বলিউডের শীর্ষ স্থানে থাকা আয়ুষ্মানের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

‘গ্যাঙ্গস্ অব ওয়াসিপুর’-এর সর্দার খান থেকে ‘ফ্যামিলি ম্যান’-এর শ্রীকান্ত— সিনেমা হোক বা ওয়েব সিরিজ, যে চরিত্রেই মনোজ বাজপায়ী অভিনয় করেছেন, সেই চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে। ২০১৯ সালে ‘পদ্মশ্রী’ প্রাপ্ত এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

নব্বইয়ের দশকে প্রচুর হিট ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খান। হাস্যরস ও নাটকীয়তায় পরিপূর্ণ কোনও চরিত্রই হোক বা কোনও ঐতিহাসিক চরিত্র— সব চরিত্রকেই বড় পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এই রাজপুত অভিনেতার উচ্চতাও পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

৩০ বছরেরও বেশি বলিউডে রাজত্ব করেছেন এই অভিনেতা। সালমান খান থেকে ভক্তদের ‘ভাইজান’ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে হিন্দি ছবির প্রযোজনাও করেন তিনি। বলিউডের ‘ব্যাচেলর’ সলমনের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি।

বি-টাউনে আগমন মাত্র ১২ বছর। এরই মধ্যে পেশোয়া বাজিরাও থেকে আলাউদ্দিন খলজী, এমনকি কপিল দেবের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় বিরাজ করছেন রণবীর সিংহ। বলিউডের ‘গাল্লি বয়’-এর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।

Advertisement

‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে। কমেডি সিনেমার প্রচলিত মুখ কার্তিক আরিয়ান। এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন বরুণ ধাওয়ান। কমেডির চরিত্রেই হোক বা কোনও গুরুগম্ভীর চরিত্রে— বরুণ সব চরিত্রেই দক্ষতার সঙ্গে অভিনয় করেন। ডেভিড-পুত্রের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি।

বহু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করেছেন রাজপাল যাদব। তবে উচ্চতার দিক দিয়ে বিচার করলে সবচেয়ে নীচে তারই নাম রয়েছে। রাজপালের উচ্চতা পাঁচ ফুট ২ ইঞ্চি।

Advertisement

জনদুর্ভোগ

টানা ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন তিন উপজেলা

Published

on

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলার ২৩ ইউনিয়ন দীর্ঘ ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। রাতে যানবাহনে চার্জ দিতে না পারায় আজ দিনে যাত্রী পরিবহন করতে পারেননি অটোরিকশা চালকেরা। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা ও হাসপাতালগুলোতেও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

গেলো বৃহস্পতিবার (৯ মে) রাত ১১টা থেকে আজ শুক্রবার (১০ মে) রাত ৮টা পর্যন্ত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বজ্রপাতের সময় কিশোরগঞ্জ গ্রিডের পটেনশিয়াল ট্রান্সফরমার পুড়ে যায়। এরপর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি (পবিস) সূত্র জানায়, কিশোরগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩ কেভি সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহের পটেনশিয়াল ট্রান্সফরমার (পিটি) বজ্রপাতে পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এতে হাওরের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের মোট ২৩টি ইউনিয়নের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

মিঠামইন পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার (কম) প্রকৌশলী দেবাশীষ কুমার তালুকদার প্রান্ত গণমাধ্যমে বলেন, গেলো রাতে কিশোরগঞ্জ গ্রিডে সমস্যা হওয়ায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পল্লীবিদ্যুৎ প্রকৌশলী ও কর্মীরা কাজ করছেন। বিকল্প উপায়ে তিনটি সদর ফিডার চালু করেছি। এতে অতি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

নিলামে মেসি-বার্সা চুক্তির ন্যাপকিন পেপার

Published

on

মেসি ও বার্সেলোনার মধ্যে চুক্তি হয়েছিল একটি ন্যাপকিন পেপারের মাধ্যমে। যে ন্যাপকিনটি অবশেষে নিলামে উঠতে যাচ্ছে। কিছুদিন আগে নিলাম হওয়ার কথা থাকলেও, তা মালিকানা দ্বন্দ্ব থাকায় স্থগিত হয়ে যায়। তবে নিলামটি আবারও শুরু হতে যাচ্ছে ব্রিটিশ নিলাম হাউস বোনহামসে। জানা যায়, বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৩৭ লাখ থেকে ৭ কোটি ৩০ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে এই ন্যাপকিনের মূল্য।

ন্যাপকিনটির নিলাম হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চ মাসে।  কিন্তু মালিকানা প্রশ্নে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় দুই দশক ধরে এই ন্যাপকিনটি ছিল আর্জেন্টিনার ফুটবল এজেন্ট হোরাচিও গ্যাগিওলির কাছে। নিলাম নিয়ে আলোচনা ওঠার পর আরেক এজেন্ট জোসেফ মিনগোলা মালিকানার দাবি তোলেন।

নিলাম হাউস থেকে অবশ্য নিশ্চিত হওয়া গেছে। এখন আর এর মালিকানা নিয়ে কোনো অসুবিধা নেই। যেখানে হোরাচিওর নামেই এটি তালিকাভুক্ত করা আছে।

মেসির সাথে বার্সার চুক্তি হয় ২০০০ সালে। মেসির বয়স তখন কেবল ১৩ বছর। আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় আসেন ট্রায়াল দিতে। ট্রায়াল পর্যায়ে এতই চমকে দেন যে, সেসময়কার বার্সা ক্রীড়া পরিচালক মেসির পরিবারকে খাবারের নিমন্ত্রণ জানিয়েছিলেন। খাবারের হোটেল থেকে পাওয়া এক ন্যাপকিনে মেসির সাথে বার্সেলোনার ঐতিহাসিক সেই চুক্তি স্বাক্ষরিত হয়।

মেসির সাথে বার্সেলোনার আনুষ্ঠানিকতা শেষ হয় ২০২১ সালে। ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেন এই ফুটবলার। চুক্তি থাকাকালীন জিতেছেন অসংখ্য পুরস্কার- যেখানে ফিফা বর্ষসেরা, ব্যালন ডি’অর এর মতো অর্জন ছিল। ক্লাবের হয়ে জিতেছেন ১০ টি লা লিগা, ৪ টি চ্যাম্পিয়ন্স লিগ। বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন মেসি। চুক্তি শেষ হওয়ার পর ভক্ত-সমর্থকদের মানতেও বেশ সময় লেগেছে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

আশুলিয়া নয়, নতুন পরিকল্পনায় টঙ্গী যাবে মেট্রোরেল

Published

on

রাজধানী সবচেয়ে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেয়া করছে। এ রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে একটি পথ সাভারের আশুলিয়া যাওয়ার কথা ছিল। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী আপাতত টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের ওই লাইন। এ পথ চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা পথ হবে ৪৮ মিনিটের।

শুক্রবার (১০ মে) মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এ এন ছিদ্দিক গণমাধ্যমে বলেন, সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি টঙ্গী রেলস্টেশন পর্যন্ত এই যুক্ত করা হবে বলে জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে। এরই মধ্যে ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হয়েছে।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত