খেলাধুলা

শূন্য রানে আউট হয়ে রোহিতের রেকর্ড

শূন্য রানে আউট হয়ে রোহিতের রেকর্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোহিত শর্মার সময়টা ভালো যাচ্ছে না। একইসাথে ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। ইতোমধ্যে টানা ৩ ম্যাচ হেরেছে মুম্বাই। নেতৃত্বের জায়গায় নেই রোহিত। দলের ওপেনার হয়ে ভালো শুরু এনে দিতে পারছেন না। সোমবার (১ এপ্রিল) রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন রোহিত। এই ফেরায় নতুন রেকর্ডে যোগ হয়েছে তার নাম। যে রেকর্ড না হলেই বরং খুশি হতেন রোহিত বলা যায়। শূন্য রানে আউট হওয়ার রেকর্ড কেউ গড়তে চায় না। যেখানে নাম উঠেছে রোহিতের। রাজস্থানের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে ট্রেন্ট বোল্টের বল মোকাবিলা করতে গিয়ে প্রথম ওভারে ফিরেছেন এই ব্যাটার। আইপিএলে সর্বোচ্চ ‘ডাক’ মারার রেকর্ড এখন রোহিতের দখলে। সর্বোচ্চ ১৭ বার শূন্য রানে আউট হয়ে ফিরলেন এই ভারতীয় ব্যাটার। শীর্ষস্থানে অবশ্য রোহিত একা নয়। দীনেশ কার্তিকও ১৭ বার ডাক হয়ে ফিরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই উইকেটরক্ষক ব্যাটার অবশ্য এই আইপিএলে ভালো সময় পার করছেন। আইপিএলে রোহিতের চেয়ে কম ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন এমন ব্যাটার আছেন ৪ জন। তারা হলেন; সুনীল নারাইন, গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং। এরচেয়ে কম ১৪ বার শূন্য রানে ফিরেছেন ৪ জন ব্যাটার; আম্বাতি রাইডু, মানিশ পান্ডে ও রশিদ খান। শুধু আইপিএলে নয়।  আন্তর্জাতিক ক্রিকেটেও শূন্য রানে আউট হওয়ায় রোহিতের স্থান উপরের দিকে। যেখানে মোট ১২ বার কোনো রান না করেই ফিরেছেন এই ব্যাটার। শীর্ষে আছেন পল স্টার্লিং, ১৩ বার শূন্য রানে ফিরেছেন এই আইরিশ ক্রিকেটার।    

এ সম্পর্কিত আরও পড়ুন শূন্য | রানে | আউট | হয়ে | রোহিতের | রেকর্ড