দেশজুড়ে

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

টেকনাফে ২ কেজি  ক্রিস্টাল মেথ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন  মহেষখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার (০৭ এপ্রিল) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন । লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মাদকের একটি চালান মিয়ানমার হতে সাগরপথে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল রাতে টেকনাফের মেরিন ড্রাইভে অবস্থান নেয় বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, এসময়ে টহলদল বঙ্গোপসাগর তীরে মহেষখালীয়া পাড়া ঘাটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নৌকা হতে নেমে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। উক্ত সময় টহলদল চোরাকারবারীকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া  মাত্রই সন্দেহভাজন ব্যক্তি তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌঁড়ে নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায়। পরে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলার ভিতর থেকে ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়। প্রসঙ্গত, চোরাকারবারীকে সনাক্ত করার জন্য বিজিবি গোয়েন্দা কার্যক্রম অব্যহত রেখেছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফে | ২ | কেজি | | ক্রিস্টাল | মেথ | উদ্ধার