বাংলাদেশ

সান ফ্রান্সিসকোতে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন

সান ফ্রান্সিসকোতে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন
সান ফ্রান্সিসকোতে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গেলো ১৩ এপ্রিল সানফ্রান্সিকোর পেপ্যাল পার্ক স্টেডিয়ামে সান হোজে আর্থ কুইক এবং কলোরাডো র‍্যাপিডস এর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেেশি নৃত্যশিল্পীরা বিশ্ব দরবারে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন। এসময় গ্যালারি থেকে লাল- সবুজের রংয়ে বাংলাদেশ – বাংলাদেশ বলে স্লোগানে মুখরিত করে প্রবাসী বাংলাদেশিরা। এসময় বাতাসে ভেসে উঠে ‘ ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, এবং চার ছক্কা হই হই এই গান দুটো। মনোমুগ্ধকর এই পরিবেশনা করে “Bangladeshis in the Bay” দল। এসময় এসেন্ড টেকনোলজী এবং জোপবার পে-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাউসার কামালসহ বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা সেখানে উপস্থিত ছিলেন। এই আয়োজনে পৃষ্টপোষকতা করেন সান হোজে আর্থকুয়েকস মাকেটিং ভাইস প্রেসিডেন্ট টুটুল রহমান এবং জিয়া করিম, সার্বিক তত্বাবধানে ছিলেন কাজী শাহরিয়ার রহমান । নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন তাহরিনা আহমেদ রুমু, হুমায়রা আজিজ, তাসনিম রিয়া, অর্চি দাসগুপ্তা, সাঞ্জিনা হাসান, সোফিয়া রহমান, আরুশা, ফাহিম করিম, আরমান এলাহি, রাহামিন হোসেন, আবরার জামাল, আনজার জামাল, জেরিন পুলম, খাদিজা পিউ, প্রিয়তি, তাহমিনা ইমাম এবং কাওসার জামাল। অনুষ্ঠানে সান হোজে আর্থকুয়েকস কর্তৃপক্ষ স্থানীয় বাংলাদেশি ফুটবল খেলোয়াড়দের একটি প্রতিনিধি দলকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন। এসময় স্থানীয় বাংলাদেশি জ্যামিং এন্টারটেইনমেন্টের সিইও  আজিজ চৌধুরী সান হোজে আর্থকুয়েকস অথরিটি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ।  

এ সম্পর্কিত আরও পড়ুন সান | ফ্রান্সিসকোতে | বাংলাদেশ | হেরিটেজ | ডে | উদযাপন