ফুটবল

বার্সাকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি

বার্সাকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগেও শুরুতেই এগিয়ে গিয়েছিলো বার্সেলোনা। তবে ২৯ তম মিনিটে হঠাৎ আরাউহো লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিদায় নেওয়ার পর ১০ জনের দলে পরিণত হয় স্প্যানিশ ক্লাবটি। এরপর শুরু হয় পিএজির ঘুরে দাড়ানোর মিশন। প্রথমার্ধে উসমাল ডাম্বেলের গোলের পর দ্বিতীয়ার্ধে ভিটিনহা ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৪-১ গোলে জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে পিএসজি। মঙ্গলবার রাতে ইস্তা দিও অলিম্পিক স্টেডিয়ামে খেলার ১২ তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে লামিন ইয়ামালের বাড়ানো বলে দারুণ ফিনিসিংয়ে বল জালে পাঠান প্রথম লেগে জোড়া গোল করা রাফিনিয়া। এরপর ২৯ মিনিটে লাল কার্ড থেকে মাঠ ছাড়েন আরাউহো। ৪০ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান উসমান ডাম্বেলে। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে দারুণ গোলে পিএসজিকে এগিয়ে দেন ভিটিনহা।  এরপর ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৮৯তম মিনিটে ফের গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।  

এ সম্পর্কিত আরও পড়ুন বার্সাকে | হারিয়ে | সেমিফাইনালে | পিএসজি