ফুটবল

সমর্থকদের কারণে জরিমানার মুখে বার্সেলোনা

সমর্থকদের কারণে জরিমানার মুখে বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে বিদায়ের পর নতুন দুঃসংবাদ বার্সেলোনার। সমর্থকদের বর্ণবাদী আচরণ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বার্সাকে জরিমানা করেছে উয়েফা। ১০ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে এই অনিয়মে বার্সা সমর্থকেরা জড়িয়েছিলেন বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ।  সে দিনের ঘটনায় পৃথক ৩টি অভিযোগে ৩২ হাজার ইউরো জরিমানা হয়েছে বার্সেলোনার, যা বাংলাদেশি হিসেবে সাড়ে ৩৭ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার ইউরো জরিমানা হয়েছে বর্ণবাদী আচরণের দায়ে। পার্ক দ্য প্রিন্সেসে ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে আসন নষ্ট করায় জরিমানা ৫ হাজার ইউরো। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে বার্সেলোনাকে পিএসজির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সমর্থকেরা আতশবাজি পোড়ানোয় জরিমানা হয়েছে আরও ২ হাজার ইউরো। এ ছাড়া ইউরোপীয় প্রতিযোগিতায় একটি অ্যাওয়ে ম্যাচে দর্শকের কাছে টিকিট বিক্রিতে স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন সমর্থকদের | কারণে | জরিমানার | মুখে | বার্সেলোনা