আন্তর্জাতিক

ভারতে লোকসভা নির্বাচন: ৬০ শতাংশ ভোটার প্রথম দফায় ভোট দিলেন

ভারতে লোকসভা নির্বাচন: ৬০ শতাংশ ভোটার প্রথম দফায় ভোট দিলেন
ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আর এ দফায় ৬০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। খবর- এনডিটিভি। শুক্রবার (১৯ এপ্রিল) প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া অরুণাচল প্রদেশের ৬০টি ও সিকিমের বিধানসভার ৩২টি আসনে ভোট হয়। এদিকে প্রথম দফার নির্বাচনে তামিলনাড়ুর ৬২ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মণিপুর ও পশ্চিমবঙ্গে সহিংসতার খবর পাওয়া গেছে। পাশাপাশি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের হামলায় একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভার ৫৪৩টি আসনে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ২৭২ আসন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | লোকসভা | নির্বাচন | ৬০ | শতাংশ | ভোটার | প্রথম | দফায় | ভোট | দিলেন