ঢালিউড

এক যুগ পরে 'সঞ্জীব'অ্যালবাম নিয়ে 'দলছুট'

এক যুগ পরে 'সঞ্জীব'অ্যালবাম নিয়ে 'দলছুট'
‘দলছুট’ ব্যান্ডে নতুন অ্যালবাম  ‘সঞ্জীব’। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে অ্যালবামটি। এ অ্যালবামে রয়েছে সঞ্জীব-বাপ্পা আমলের গীতিকবিদের লেখা বেশ কিছু গান। সেই তালিকায় আছেন কবির বকুল, জুলফিকার রাসেল, শেখ রানা সহ আরো কয়েকজন গতিকার। গানগুলোর শিরোনাম ‘তুমি যাও’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মেঘ জমেছে’, ‘তার ছায়ায়’, ‘প্রবঞ্চনা’ ও ‘মন দাবাড়ু’। অ্যালবামের নামকরণ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরী আমাদের ভালোবাসার জায়গা। তার প্রতি সেই ভালোবাসা উদযাপন করতেই আমাদের এই অ্যালবাম। তাকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানগুলোতে। সঞ্জীবদাকে আমরা ভালোবাসি, এখনো মিস করি; তাই তাকে ট্রিবিউট দিতে আমাদের এই অ্যালবাম।’ বাপ্পা আরও জানান, আট বছর ধরে তারা এই অ্যালবামের জন্য ১১টি গান বেঁধেছেন। অ্যালবামের প্রচলন না থাকলেও ভালোবাসা ও মমতার টানে কাজটি করেছেন তারা। স্বাধীন মিউজিক অ্যাপে মুক্তি দেওয়া হচ্ছে অ্যালবামটি। পরে স্পটিফাইসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতেও মুক্তি পাবে সেটি। বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে অ্যালবামের নামগীত ‘সঞ্জীব চৌধুরী’ মুক্তির কথা জানানো হয়েছে। গানটি লিখেছেন শাহান কবন্ধ। অ্যালবামের গানগুলোর প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘সব গান মেলোডি নির্ভর। এর মধ্যে রক আর ফোক ধাঁচের গানও আছে। সর্বোপরি দলছুট যে সাউন্ডে গান করে, মূলত সেই ধারাতেই হয়েছে নতুন অ্যালবাম। দলছুটের সিগনেচার স্টাইলটা খুঁজে পাবেন শ্রোতারা।’ দলছুট ব্যান্ডের বর্তমান লাইন আপে রয়েছেন ভোকাল ও গিটারে বাপ্পা মজুমদার, গিটারে মাসুম ওয়াহিদুর রহমান, বেজ গিটারে জন শার্টন, ড্রামসে ডানো শেখ, কি-বোর্ডে সোহেল আজিজ ও ব্যবস্থাপক শাহান কবন্ধ।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | যুগ | সঞ্জীবঅ্যালবাম | নিয়ে | দলছুট