টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

নির্বাচন কমিশন

টাঙ্গাইলের গোপালপু‌রে ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প্রার্থী মারা যাওয়ায় উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌ন স্থ‌গিত ক‌রে‌ছে নির্বাচন ক‌মিশন (ইসি)। গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দের বর্তমান ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ম‌রিয়ম আখতার মুক্তা এবারও প্রার্থী হ‌য়ে‌ছিলেন। তাঁর মৃত্যুতে এ সিদ্ধান্ত নেয় ইসি।

রোববার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে গোপালপু‌র উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি ম‌রিয়ম আখতার মুক্তা  ময়মন‌সিংহে আত্মীয়ের বা‌ড়ি‌তে বেড়া‌তে গিয়ে গেলো ২৬ এপ্রিল অসুস্থ‌ হ‌য়ে পড়‌লে দ্রুত তা‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। প‌রে সেখা‌নেই চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন। ম‌রিয়ম আখতার মুক্তা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি হাতেম আলী তালুকদারের নাতনি।

ইসির চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী ৮ মে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের পূর্বে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সকল পদের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে আগামী ৫ জুন ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

চিঠিতে আরও বলা হয়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতিপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না এবং পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীগণকে প্রত্যাহারের সুযোগ দেওয়া যাবে। গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে, উক্ত পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

আই/এ

Recommended For You

About the Author: Anik Mahmud