আন্তর্জাতিক

আমেথি নয়, রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল

আমেথি নয়, রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল
এবার উত্তরপ্রদেশের রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার নিজের পুরনো আসন এবং কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের ‘আস্থাভাজন’ কিশোরীলাল শর্মা। খবর-এনডিটিভি  শুক্রবার (৩ মে) এ ঘোষণা দিয়েছে কংগ্রেস। রাহুলের মা সোনিয়া গান্ধী রাজ্যসভায় যোগ দিলে উত্তর প্রদেশের রায়বারেলি আসনটি ফাঁকা হয়ে যায়। তাই মায়ের আসন থেকে এবার রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২০ মে আমেথি এবং রায়বারেলিতে ভোট হবে। আমেথি থেকে বিজেপির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি মনোনয়নপত্র দিয়ে দিয়েছেন। আর রায়বারেলিতে বিজেপির প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহ। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর আমেথির সাংসদ ছিলেন রাহুল। কিন্তু গেলো লোকসভা ভোটে সেখানে তিনি স্মৃতির কাছে হেরে যান। আগামী ২০ মে পঞ্চম দফায় ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে। মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন আমেথি | রায়বারেলি | প্রার্থী | হচ্ছেন | রাহুল