আন্তর্জাতিক

পুরুষদের বিদেশ যেতে দিচ্ছে না মিয়ানমার সরকার

পুরুষদের বিদেশ যেতে দিচ্ছে না মিয়ানমার সরকার
মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজ করতে যাওয়ার অনুমতি স্থগিত রেখেছে দেশটির জান্তা সরকার। দেশটির প্রায় ১ লক্ষ নাগরিক গেলো তিনমাসে বিদেশে কাজ করার অনুমতি চেয়ে আবেদন করেছেন। মিয়ানমারে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগদানের আইন কার্যকর হওয়ার কয়েক সপ্তাহের মাথায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ আইন কার্যকর হওয়ার পর মিয়ানমারের নাগরিকদের অনেকে দেশ ছাড়তে চাইছেন। খবর- বিবিসি অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২১ সালে অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এর পরে দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ শুরু হয়। জাতিগত বিদ্রোহী তিনটি গোষ্ঠীর জোট সমন্বিতভাবে অভিযান শুরুর পর দেশটির সেনাবাহিনী চাপে পড়ে। আর এমন অবস্থায় সেনাবাহিনীতে জনবল বাড়াতে গেলো ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক যোগদানের আইন কার্যকর করে জান্তা। আইন অনুসারে, দেশটির ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী সব নারীকে কমপক্ষে দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন পুরুষদের | বিদেশ | যেতে | দিচ্ছে | মিয়ানমার | সরকার