ক্রিকেট

দলে ফিরলেন সাকিব-মোস্তাফিজ-সৌম্য, বাদ পড়লেন যারা

দলে ফিরলেন সাকিব-মোস্তাফিজ-সৌম্য, বাদ পড়লেন যারা
প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ২ ম্যাচের জন্য আজ বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে নিজের জায়গা করে নিয়েছেন সাকিব। সাকিবের সাথে দলে ফিরেছেন সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। সাকিব, মোস্তাফিজ ও সৌম্য- এই ৩ জনের সুযোগ হয়েছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও শরিফুল ইসলামের পরিবর্তে। শরিফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে শেষ দুই ম্যাচ থেকে। পারভেজ ও আফিফ সিরিজের কোনো ম্যাচেই সুযোগ পাননি। গত বছর জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন সাকিব। সেই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন, দায়িত্ব ছিল অধিনায়কের। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গঠন করার জন্য তখন থেকে চেষ্টা ছিল এই অলরাউন্ডারের। অধিনায়ক হিসেবে যতটুকু করার কথা তা করছিলেন। তবে চোখের অবস্থা ও আঙ্গুলের চোট তাঁর জন্য বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। ভবিষ্যতের কথা চিন্তা করে চলতি বছর নাজমুল হোসেন শান্তকে ৩ সংস্করণে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ ভালো পারফর্ম করার পর দেশে ফিরেছেন মোস্তাফিজ। প্রথম ৩ ম্যাচে বিশ্রামে থাকার পর শেষ দুই ম্যাচের জন্য বিবেচিত হয়েছেন দেশের জার্সিতে। চট্টগ্রামে প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১০ ও ১১ মে সিরিজের শেষ ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।   এম/এইচ    

এ সম্পর্কিত আরও পড়ুন দলে | ফিরলেন | সাকিবমোস্তাফিজসৌম্য | বাদ | পড়লেন | যারা