ক্রিকেট

বিশ্বকাপ প্রস্তুতির জন্য এখনো ৩ ম্যাচ বাকি, বললেন শান্ত

বিশ্বকাপ প্রস্তুতির জন্য এখনো ৩ ম্যাচ বাকি, বললেন শান্ত
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। প্রথম ৪ ম্যাচে হারের পর অবশেষে জয়ের সুবাতাস পেল সফরকারী দল। আজ মিরপুরে বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১৮.৩ ওভারে ম্যাচটি জিতে নেয় সিকান্দার রাজার দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে এখনো ৩ ম্যাচ বাকি আছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব দল প্রস্তুতি সম্পন্ন করে নিচ্ছে। বাংলাদেশের প্রস্তুতির সামনে ছিল জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে খুব ভালো পারফর্ম করেছে বাংলাদেশ, তা বলা যায় না। বিশ্বকাপের আগে আরও অনেক জায়গা নিয়ে কাজ করার আছে বলে মনে হয়েছে। বাংলাদেশের পরবর্তী সিরিজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে। আয়োজক দেশের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলে প্রস্তুতিতে শাণ দিতে চায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত ম্যাচ শেষে বলেন, “যেভাবে সিরিজ খেলেছি, তাতে অনেক উন্নতির সুযোগ আছে। আমরা আজ ভালো শুরু করিনি। তবে মাঝে ভালো করেছি। বিশ্বকাপে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। প্রস্তুতির জন্য এখনো তিন ম্যাচ বাকি আছে।“ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী ২১, ২৩ ও ২৫ মে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।   এম/এইচ  

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | প্রস্তুতির | জন্য | এখনো | ৩ | ম্যাচ | বাকি | শান্ত