দেশজুড়ে

কাস্টমস অফিসার সেজে শিক্ষিকাকে বিয়ে, ১৮ লাখ টাকা আত্মসাৎ

কাস্টমস অফিসার সেজে শিক্ষিকাকে বিয়ে, ১৮ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুকে কাস্টমস অফিসার সেজে প্রেম করে এক শিক্ষিকাকে বিয়ে ও  তাঁর  ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছে নাজির হোসেন নামক এক ব্যক্তি। এ ঘটনায় নাজির হোসেনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। গেলো রোববার (১২ মে) প্রতারণার মামলায় রাজশাহীর তানোর থেকে নাজিরকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম। ভুক্তভোগী জানায়, নাজির নিজেকে মোংলা বন্দরের কাস্টমস অফিসার এবং অবিবাহিত বলে পরিচয় দেয়। শিক্ষিকা তালাকপ্রাপ্ত জানার পরও বিয়ের প্রস্তাব দেয় সে। বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে  টাকা-পয়সা নিতে থাকে নাজির  । সবশেষ গেলো ৩ মার্চ জমি, পুকুর ও মোটরসাইকেল কেনার কথা বলে ৮ লাখ ৬০ হাজার টাকা নেয়। এভাবে সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেয় নাজির। ওই শিক্ষিকা আরও জানায়, ২০ এপ্রিল কাজি অফিসে গিয়ে তাঁরা বিয়ে করেন। নাজিরের কথা অনুযায়ী সেই দিনই তিনি তাঁর বাড়িতে একা চলে আসেন। কিন্তু গেলো ২৫ এপ্রিল নাজির ডাকযোগে শিক্ষিকার স্কুলে ও বাবার বাড়ির ঠিকানায়  ডিভোর্স লেটার পাঠায়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, নাজির আগেও দুটি বিয়ে করেছে। এলাকায় সে প্রতারক বলে পরিচিত। সবকিছু জানার পর ১৮ লাখ টাকা চাইলে নাজির তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে নাজিরের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কাস্টমস | অফিসার | সেজে | শিক্ষিকাকে | বিয়ে | ১৮ | লাখ | টাকা | আত্মসাৎ