ক্রিকেট

বিশ্বকাপে ব্যাটারদের জন্য হুমকি বুমরাহ, বললেন মিলার

বিশ্বকাপে ব্যাটারদের জন্য হুমকি বুমরাহ, বললেন মিলার
জাসপ্রীত বুমরাহ আধুনিক ক্রিকেটের জন্য কতটা ভয়ংকর বোলার, তা এতদিনে জেনে গেছে সবাই। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে ভারতের বিশ্বকাপ স্কোয়াড। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বুমরাহ। সেই বুমরাহকে নিয়ে এবার আলাপ তুললেন দক্ষিণ আফ্রিকা ব্যাটার ডেভিড মিলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ফর্মে আছেন বুমরাহ। চলতি মৌসুমে ১৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন ২০ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে 'পার্পল ক্যাপ'টি রেখেছেন নিজের দখলে। যেখানে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা খেলছেন, সেখানে বুমরাহর এই পারফরম্যান্সে আশা খুঁজে পাবে ভারত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে। সম্প্রতি প্রেস ট্রাস্ট ইন্ডিয়া'তে কথা বলতে গিয়ে মিলার জানান, "এখানে অনেক ভালো ভারতীয় খেলোয়াড়েরা আছেন। তবে আমি একজন ব্যাটার হিসেবে যখন বোলারদের মোকাবিলা করতে যাই, আমার মনে হয় এই মুহূর্তে বুমরাহ খুব ভালো করছে। এবং সে অনেক বছর ধরেই বিশ্ব-সেরা বোলার হিসেবে রয়েছেন। সে আমার জন্য হুমকি, পাশাপাশি বিশ্বকাপের অন্য ব্যাটারদের জন্যেও।" ২০২৩ সালের আগস্টের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি'র বাইরে বুমরাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে ছিল সেই ম্যাচটি। এরপর ওডিআই ম্যাচ, ওডিআই বিশ্বকাপের ব্যস্ত সূচিতে আর টি-টোয়েন্টি খেলা হয়ে ওঠেনি। তবে ঠিকই আইপিএলে নিজেকে প্রকাশ করেছেন বুমরাহ। যার ফলে পরিস্কারভাবেই জানিয়ে দিচ্ছেন, বিশ্বকাপে তিনি হুমকি হয়েই দাঁড়াবেন।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | ব্যাটারদের | জন্য | হুমকি | বুমরাহ | মিলার