ফুটবল

এমএলএস এর নতুন নিয়মে বিরক্ত মেসি

এমএলএস এর নতুন নিয়মে বিরক্ত মেসি
মেজর লিগ সকারে (এমএলএস) নতুন নিয়ম আনা হয়েছে। যে নিয়মে বিরক্ত হয়েছেন লিওনেল মেসি। রবিবারের (১২ মে) ম্যাচে মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ খেলেছে মেসির দল ইন্টার মিয়ামি। ম্যাচটিতে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে মিয়ামি। সেই ম্যাচের এক পর্যায়ে কিছুটা আহত হয়ে মাঠে পড়ে যাওয়া এবং সাইডলাইনের নতুন নিয়মে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে মেসি খুশি হতে পারেননি। এমএলএস এর এই নিয়মে জানা যায়, যখন কোনো খেলোয়াড় আঘাত পেয়ে মাঠে পড়ে যায় এবং সেসময় রেফারি খেলা বন্ধ রাখে- সেই সময়টুকু যদি ১৫ সেকেন্ডের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে নির্দিষ্ট খেলোয়াড়কে ২ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। গতকাল মায়ামি ও মন্ট্রিল ম্যাচে এমন ঘটনা ঘটে। ম্যাচের ৪০ মিনিটের মাথায় প্রতিপক্ষে ডিফেন্ডার জর্জ ক্যাম্পবেল এক ফাউল করে বসেন মেসিকে। সাথে সাথে মাটিতে পড়ে যান তিনি। মায়ামির মেডিকেল দলও সেসময় মাঠে প্রবেশ করে। এরপর মেসি সুস্থ হয়ে মাঠে ঢুকতে গেলে বাঁধা আসে রেফারি থেকে। তখন মেসি চতুর্থ রেফারিকে বলেন, "এ ধরনের নিয়ম যদি তারা তৈরি করে, তবে এটা খারাপ হতে যাচ্ছে।" এই নিয়মের বেড়াজালে পড়ে আদায়কৃত ফ্রি-কিকটিও নিতে পারেননি মেসি। ক্লাবের কোচও ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন। পাশাপাশি ফাউল হওয়ার পর কেন হলুদ কার্ড দেওয়া হলো না, তা নিয়েও কথা বলেছেন কোচ জেরার্দো টাটা মার্টিনো। যদিও ফাউলের ধরন দেখে কার্ড দেওয়ার মতোই মনে হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন এমএলএস | এর | নতুন | নিয়মে | বিরক্ত | মেসি