দেশজুড়ে

মোটরসাইকেলের গতিসীমা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

মোটরসাইকেলের গতিসীমা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
ঢাকা মহানগরীতে বড় গাড়ির জন্য ৪০ ও মোটরসাইকেলের জন্য ৩০ কিলোমিটার গতি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীতে বৈধ ওভারটেকিংয়ের কোথাও ব্যবস্থা নেই। পরিস্থিতি বুঝে চালক বুদ্ধিমত্তা প্রয়োগ করে ওভারটেকিং করলে সমস্যা হবে না। বললেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে  এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ডিমপি কমিশনার বলেন, যেসব যাত্রীবাহী গাড়ি রয়েছে, সেসব গাড়িকে কোনো সার্জেন্ট আটকাবে না। তবে সেই গাড়ি যদি গতিসীমা ভঙ্গ করে ও দুর্ঘটনা ঘটায় সেক্ষেত্রে আটকানো হবে। নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম সম্পর্কে হাবিবুর রহমান বলেন, গেটলক চেকিং সিস্টেমে টার্মিনাল থেকে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস গন্তব্যে ছেড়ে যাওয়ার পর নির্দিষ্ট স্থান ছাড়া আর কোথাও দাঁড়াতে পারবে না। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গন্তব্যে চলে যাবে। যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামালেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, গেলো ৭ মে সিটি করপোরেশন/পৌরসভা/জেলা সদরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা  ৩০ কিলোমিটার নির্ধারণ করে বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরে বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মোটরসাইকেলের | গতিসীমা | নিয়ে | ডিএমপি | কমিশনার