আর্কাইভ থেকে বাংলাদেশ

তেল বেচে রেকর্ড মুনাফা করল সৌদি

তেল বেচে রেকর্ড মুনাফা করল সৌদি

চলতি ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, মে ও জুন মাস) জ্বালানি তেল বিক্রি করে রেকর্ড ৪ হাজার ৮৪০ কোটি ডলার মুনাফা করেছে সৌদি আরব।

দেশটির জ্বালানি তেল উত্তোলন-পরিশোধন ও বিক্রয়ের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রান্তিক হিসেবে আরামকোর এই পরিমাণ মুনাফা এর আগে কখনও হয়নি। ২০২২ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) আরামকোর মুনাফা ছিল ৩ হাজার ৯৫০ কোটি ডলার। সেই তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মুনাফার পরিমাণ বেড়েছে প্রায় ২২ দশমিক ৭ শতাংশ।

আয় ও মুনাফার হিসেবে ইতোমধ্যেই জ্বালানি ব্যবসায় নিয়োজিত এক্সনমোবিল, শেভরন, শেল, টোটালএনার্জি ও এনির মতো বহুজাতিক বিভিন্ন কোম্পানির কাতারে উঠে এসেছে আরামকো।

এক প্রতিবেদনে বলা হয়, বার্ষিক হিসাবে অর্থাৎ গত বছরের সাপেক্ষে এ বছর আরামকোর মুনাফা বেড়েছে ৯০ শতাংশ। তিন বছর আগে শেয়ারবাজারের তালিকাভুক্ত হওয়ার পর এবার তাদের সর্বোচ্চ আয় হয়েছে। 

আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ. নাসের এএফপিকে বলেন, রেকর্ড পরিমাণ এই মুনাফার পেছনে কয়েকটি প্রভাবক কাজ করেছে। তিনি বলেন, প্রথমত মহামারির কারণে গত প্রায় দু বছর বৈশ্বিক অর্থনীতিতে স্থবিরতা ছিল, তা কাটাতে প্রায় সব দেশেই তেলের চাহিদা বাড়তি ছিল বছরের শুরু থেকে।

দ্বিতীয়ত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়। অনেক দেশ রাশিয়া থেকে তেল না কেনার ঘোষণা দেয়। সে সময় আমরা তেলের উৎপাদন বাড়িয়েছিলাম।

এএফপিকে তিনি আরও জানান, ২০২১ সালের প্রথম ছয় মাসে আরামকোর মুনাফা ছিল ৪ হাজার ৭২০ কোটি ডলার। আর চলতি বছরের প্রথম ছয় মাসে এই মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ— ৮ হাজার ৭৯০ ডলার।

এদিকে ব্যাপক মুনাফা করায় আরামকোর শেয়ারের মূল্যও বেড়ে গেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শেয়ারবাজারে আরামকোর শেয়ারের দাম বেড়েছে ২৫ শতাংশ।

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন তেল | বেচে | রেকর্ড | মুনাফা | করল | সৌদি