ক্রিকেট

এই পিচ খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়: ইরফান পাঠান

এই পিচ খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়: ইরফান পাঠান
নিউইয়র্কের পিচ নিয়ে সমালোচনা চলছেই। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। একেবারে অল্প রানের ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথমে ব্যাট করতে নামা আইরিশরা ৯৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচটি নিজেদের করে নেয় ভারত। ভারত ৮ উইকেটের জয় পেয়েছে বটে, তবে নাসাউ কাউন্টিতে ক্রিকেটের জন্য আদর্শ পিচ ছিল কি না- তা নিয়ে আছে আলোচনা। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচের পর পিচ নিয়ে আলোচনা ছিল খুব বেশি। মাত্র ৫ মাসে তৈরি হওয়া এই পিচ এখনো প্রস্তুত কি না আদর্শ টি-টোয়েন্টি ম্যাচের জন্য, তা নিয়ে মন্তব্য চলছেই। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বলেন, 'দেখুন, আমরা অবশ্যই আমেরিকায় ক্রিকেট প্রচার করতে চাই। কিন্তু এই পিচ তো খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়। এরকম পিচ যদি ভারতে থাকে, সেখানে লম্বা সময় ধরে ম্যাচ খেলাই হতো না।' স্টার স্পোর্টসে তিনি আরও যোগ করেন, 'এই পিচ অবশ্যই ভালো নয়। বলতে চাচ্ছি, আমরা এখানে বিশ্বকাপ নিয়ে কথা বলছি, কোন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে নয়।' নাসাউ কাউন্টিতে ভারত-পাকিস্তান ম্যাচের মতো বড় আয়োজনও অনুষ্ঠিত হবে ৯ জুন। এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন পিচ | খেলোয়াড়দের | জন্য | নিরাপদ | ইরফান | পাঠান