ফুটবল

অস্ট্রেলিয়ার সাথে বড় হার এড়ালো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সাথে বড় হার এড়ালো বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের রেকর্ড কখনোই সুখকর ছিল না। পরিস্থিতি এমন যে, কম গোল খাওয়া হয়ে যায় সাফল্য। ফিফা বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। স্বাগতিক একাদশে ছিলেন না জামাল ভুঁইয়া। বসুন্ধরার কিংস অ্যারেনায় ফিরতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমার্ধে অস্ট্রেলিয়া আক্রমণে বেশ এগিয়ে ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু বাংলাদেশের ডিফেন্স ভাঙা খুব একটা সহজ ছিল না দলটির জন্য। তবে ২৯ মিনিটে বাঁধল বিপত্তি। অস্ট্রেলিয়ান মিডফিল্ডার আজদিন হুরস্টিকের একটি শট বাংলাদেশি ডিফেন্ডার মেহেদী মিঠুর পায়ে লাগে। আর এতে বলের দিক পরিবর্তন হয়ে তা সরাসরি জালে জড়িয়ে যায়। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মা দর্শক হয়ে থাকেন। তার কিছুই করার ছিল না এখানে। গোলটিকে আত্মঘাতী হিসেবে বিবেচনা করা হয়েছে। অস্ট্রেলিয়া তাদের শক্তিমত্তা অনুযায়ী চেষ্টা করে গেছে। মাঠের পরিস্থিতি কিছুটা প্রতিকূল ছিল। বৃষ্টির কারণে মাঠ ভারী হয়েছিল, তা বোঝা যায়। বাংলাদেশ দল প্রথম ৪৫ মিনিট কোনো শটই অন টার্গেটে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ নিজেদের ডিফেন্স সামলানোর জন্য চেষ্টা করে যেতে থাকে। বেশ ভালোভাবেই তা মোকাবিলা করার জন্য অস্ট্রেলিয়ান অ্যাটাক এগিয়ে যেতে চেয়েছে। ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। জর্ডি বসের একটি ক্রসে কুসিনি ইয়েনগির হেড, যেখানে বাংলাদেশ গোলরক্ষকের কাছে এখানেও কিছু করার ছিল না। শেষ পর্যন্ত বাংলাদেশকে ২-০ তে হারিয়ে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রেলিয়ার | সাথে | বড় | হার | এড়ালো | বাংলাদেশ