বিনোদন

বিতর্কের মুখে ইউটিউব থেকে উধাও কোকা-কোলার বিজ্ঞাপন

বিতর্কের মুখে ইউটিউব থেকে উধাও কোকা-কোলার বিজ্ঞাপন
সমালোচনার জেরে অবশেষে সড়িয়ে নেয়া হলো কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরাইলি পণ্য বয়কট চলছে। যার ফলে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। বয়কটের মুখে পন্যটির বিক্রিও কমে যায় । তবে সময়ের সঙ্গে যখন মানুষ ভুলতে বসেছে বয়কটের কথা ঠিক তখনই কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উস্কে দিয়েছে সবকিছুকে। এমন কি এই বিজ্ঞাপনে অংশ নেয়া অভিনেতাদেরও বয়কটের দাবি জানায় অধিকাংশ দর্শক। অবশেষে মঙ্গলবার সকাল থেকে বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনও বক্তব্য দেয়নি কোকা-কোলা বাংলাদেশ কর্তৃপক্ষ। তবু সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি নিয়ে এখনও আলোচনা চলছে। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আব্দুল্লাহ আল সেন্টু। তোপের মুখে সোমবার রাতে অভিনেতা শরাফ আহমেদ জীবন ফেসবুকে দাবি করেছেন, তিনি ইসরাইলের পক্ষে কোন কাজ করেননি। অন্যদিকে, অভিনেতা শিমুল শর্মা জানিয়েছেন, হয়তো না বুঝেই দর্শক তথা  দেশের মানুষকে কষ্ট দিয়েছেন তিনি তবে ভবিষ্যতে এই ধরণের কাজ করবেন না। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন বিতর্কের | মুখে | ইউটিউব | উধাও | কোকাকোলার | বিজ্ঞাপন