আন্তর্জাতিক

কেপি শর্মা অলি নেপালের নতুন প্রধানমন্ত্রী

কেপি শর্মা অলি নেপালের নতুন প্রধানমন্ত্রী
খড়গা প্রসাদ (কেপি) শর্মা অলিকে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। ৭২ বছর বয়সী অলি নেপালের  কমিউনিস্ট পার্টি ও ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) প্রধান। তিনি চতুর্থবারের মত দেশটির প্রধানমন্ত্রী হলেন। খবর - আল জাজিরা। রোববার (১৪ জুলাই) নেপালের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি দেয়া হয়। এতে বলা হয়, খড়গা প্রসাদ শর্মা অলি সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন। অলি নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ডের স্থলাভিষক্ত হবেন। প্রচণ্ড প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র ১৮ মাস পর শুক্রবার দেশটির সংসদে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটে পুষ্প কমল দহল হেরে যান। নেপালের সাবেক মাওবাদী গেরিলা কমান্ডার  দহলের জোট সরকার থেকে অলির দল সমর্থন প্রত্যাহার করে। এতে পদত্যাগ করতে বাধ্য হন তিনি । দহলের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবার সঙ্গে জোট সরকার গঠনের চুক্তি করেন অলি। ২০২৭ সালে নেপালে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন কেপি | শর্মা | অলি | নেপালের | নতুন | প্রধানমন্ত্রী