ফুটবল

কোপার দুই সেরা দুই মার্তিনেজ

কোপার দুই সেরা দুই মার্তিনেজ
কলম্বিয়াকে পরাজিত করে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা। কোপার শিরোপাধারীর তালিকায় আর্জেন্টিনা উঠে গেছে শীর্ষে। লাতিন আমেরিকার এই টুর্নামেন্টে ১৬তম বারের মতো চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসিরা। এই টুর্নামেন্টে সেরা গোলদাতা, গোলরক্ষকের পুরস্কার জিতেছে শিরোপাধারীরা। আর্জেন্টিনা এখন উড়ছে বললেও কম হবে। সেই ২০২১ সালে কোপা আমেরিকা জিতলো দলটি। এরপর ২০২২ সালে বিশ্বকাপ জয়। আবারও কোপার শিরোপা নিজেদের করে নিল তারা। এমন সুসময়ের অপেক্ষায় কম কাঠখড় পোড়াতে হয়নি মেসিদের। কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ২-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচটিতে অতিরিক্ত সময়ে লাওতারো মার্তিনেজ গোল করে বসেন। সেই গোলই শিরোপা এনে দেয় মেসিদের। মার্তিনেজের ঝুলিতে মোট ৬ টি গোল যুক্ত হয়েছে। আর এই পুরস্কার পেয়েছেন তিনি গোল্ডেন বুট জিতে। মার্তিনেজ কানাডার বিপক্ষে ১ টি, চিলির বিপক্ষে ১ টি, পেরুর বিপক্ষে ২ টি গোল করেন। এরপর আজ ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এই ইন্টার মিলান তারকার এক গোলেই জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, সেখানে এমিলিয়ানো মার্তিনেজের ভূমিকা থাকবে না- তা হতে পারে না। এবারও গোলরক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন নিবিষ্ট মনে। মেসিদের খেলা ৬ ম্যাচের ৫ টি’তে কোনো গোল হজম করতে হয়নি মার্তিনেজের। এছাড়াও কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জেতার পেছনে ‘বাজপাখি’ খ্যাত এই গোলরক্ষক নিজেকে উজাড় করে দিয়েছেন। মার্তিনেজ নিজেকে প্রমাণ করেছেন, আর জিতে নিয়েছেন কোপার সেরা গোলরক্ষকের খেতাব। এছাড়াও এবারের আসরের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হামেস রদ্রিগেজ। তিনি পুরো টুর্নামেন্টে ৬ অ্যাসিস্ট ও একটি গোল করেছেন। এর আগে কোপার এক আসরে ৫ অ্যাসিস্ট করে শীর্ষে ছিলেন মেসি। মেসির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এই কলম্বিয়ান মিডফিল্ডার।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন কোপার | দুই | সেরা | দুই | মার্তিনেজ