ক্যাম্পাস

কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র চট্রগ্রাম

কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র চট্রগ্রাম
চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বিকেল ৫টায় নগরীর ষোলশহর এলাকায় এ সংঘর্ষ শুরু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। জানা যায়, ষোলশহর রেলস্টেশনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমাবেশ শুরু করেন। এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে বাধা দেন। প্রতিবাদ করলে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ষোলশহর রেল স্টেশন ও দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও পাথর, বাঁশ, লাঠি হাতে জবাব দিতে থাকে। সংঘর্ষের সময় দীপ্ত টিভির চট্টগ্রাম বিভাগীয় করেসপন্ডেন্ট লতিফা রুনা পায়ে আঘাত পান। এর আগে দুপুরে, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কোটা | আন্দোলনকারীছাত্রলীগ | সংঘর্ষে | রণক্ষেত্র | চট্রগ্রাম