কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

গোটাদেশে তাপমাত্রা আগামী ২৫ মার্চ পর্যন্ত আরও বাড়তে পারে।এছাড়া বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৫ মার্চ পর্যন্ত তাপদাহ থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা কমে ২৭, ২৮ ও ২৯ মার্চ বৃষ্টি হতে পারে। সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়াতেই কালবৈশাখী ঝড় হওয়ারও আশঙ্কা রয়েছে।

আজকের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

মুনিয়া

Recommended For You