ক্রিকেট

চোটে পড়লেন থুশারা, লঙ্কান শিবিরে শঙ্কা

চোটে পড়লেন থুশারা, লঙ্কান শিবিরে শঙ্কা
শ্রীলঙ্কা ফাস্ট বোলার নুয়ান থুশারা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। কারণ হিসেবে জানা যায় তার আঙুল ভেঙে গেছে। থুশারার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন দিলশান মাদুশঙ্কা। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো’কে থুশারার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা। দলীয় ম্যানেজার আরও জানিয়েছেন, বুধবার ফিল্ডিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন থুশারা। বুধবার আরেক ফাস্ট বোলার দুশমান্থ চামিরার ভাগ্যেও একইরকম পরিণতি ঘটেছে। এই ফাস্ট বোলারও চোটের কারণে ছিটকে গেছেন পুরো ভারত সিরিজ থেকে। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আসিথা ফার্নান্দোকে। চলতি বছরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ ছিলেন থুশারা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের হয়ে সেরা বোলারের মধ্যে ছিলেন তিনি। তিন ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৮ টি উইকেট। এ বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছেন থুশারা। সেই ম্যাচে ২০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। চামিরার পর থুশারার ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য ভালো খবর নয়। বোলিং লাইন-আপ নিয়ে ভারত সিরিজে ভুগতে হতে পারে স্বাগতিকদের। আগামী শনিবার (২৭ জুলাই) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন চোটে | পড়লেন | থুশারা | লঙ্কান | শিবিরে | শঙ্কা