দেশজুড়ে

ঢাকাসহ চার জেলায় আজও কারফিউ শিথিল বিকেল ৫টা পর্যন্ত

ঢাকাসহ চার জেলায় আজও কারফিউ শিথিল বিকেল ৫টা পর্যন্ত
চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করলেও বর্তমানে দেশের কয়েকটি জেলায় তা চলমান রয়েছে। যদিও জনগনের সুবিধার্থে প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য শিথিল করা হচ্ছে কারফিউ। আজও শনিবার (২৭ জুলাই) ঢাকাসহ চার জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। শুক্রবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। এ সময়  স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। এ বিষয়ে শনিবার (২৭ জুলাই) আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাসহ | চার | জেলায় | আজও | কারফিউ | শিথিল | বিকেল | ৫টা | পর্যন্ত